৫জি চালু করলেন মোদী, প্রথম ধাপে কলকাতা সহ ১৩টি শহরে মিলবে পরিষেবা

    203
    0

    নতুন দিল্লি, ১ অক্টবর : আজ দেশে ৫জি টেলিকম পরিষেবা চালু করে নতুন জেনারেশনের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথম ধাপে দেশের ১৩টি রাজ্যে মিলবে এই পরিষেবা। এই পরিষেবাটি আগামী কয়েক বছরে সমগ্র দেশকে ধীরে ধীরে কভার করবে বলে আশা করা হচ্ছে। এর সঙ্গে সঙ্গে ভারতের ডিজিটাল ল্যান্ডস্কেপও পরিবর্তিত হতে চলেছে। শনিবার প্রধানমন্ত্রী নয়াদিল্লির প্রগতি ময়দানে ইন্ডিয়া মোবাইল কংগ্রেস ২০২২-এর ৬তম সংস্করণের বহু প্রতীক্ষিত এই পরিষেবাটি চালু করেন। দীপাবলির পরে দিল্লি, মুম্বই, কলকাতা সহ ১৩টি শহরে এই পরিষেবা পাওয়া যাবে।

    Previous articleনিয়োগ দুর্নীতির মূল চক্রান্তকারী শিক্ষামন্ত্রী পার্থ
    Next articleসোনার দাম কিছুটা কমল, দুর্গা পূজায় ৩ দিন বাজার বন্ধ

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here