Home District ৩২ হাজার ৭১৬টি জবকার্ড যাচাইয়ের টার্গেট এক মাসে

৩২ হাজার ৭১৬টি জবকার্ড যাচাইয়ের টার্গেট এক মাসে

105
0

কোচবিহার: বিগত দু’টি আর্থিক বছরে কোচবিহার জেলায় ১০০ দিনের কাজে ৫৩০ কোটিরও বেশি টাকা বকেয়া রয়েছে। জেলাজুড়ে ১০০ দিনের কাজ এখন বন্ধ। এর প্রভাব গ্রামীণ এলাকার অর্থনীতিতে পড়ছে। এই পরিস্থিতির মধ্যেই জেলায় জবকার্ড ভেরিফিকেশন ও জবকার্ডের সঙ্গে আধারকার্ড লিঙ্কের কাজ শুরু হয়েছে। জেলায় এখনও পর্যন্ত ৬ লক্ষ ৩৫ হাজার ১০৯টি জবকার্ড ভেরিফিকেশন হয়ে গিয়েছে। এখনও ৩২ হাজার ৭১৬টি জবকার্ড ভেরিফিকেশন বাকি আছে। প্রশাসন দাবি করেছে, আগামী একমাসের মধ্যে ওই সাড়ে ৩২ হাজার জবকার্ড ভেরিফিকেশনের কাজ শেষ করার টার্গেট নিয়ে কাজ চলছে। যেসব জবকার্ডধারী জেলার বাইরে আছেন, প্রতিবেশীদের মাধ্যমে তাঁদের কাছে খবর পাঠানো হচ্ছে। সেইসঙ্গে অন্যান্য কয়েকটি বিষয়কে সমানে রেখে জবকার্ড ভেরিফিকেশনের কাজ চলছে। 

Previous articleতুরস্কে ১০ দিন পর ধ্বংস্তূপ থেকে উদ্ধার এক জীবন্ত কিশোরী
Next articleভোটদানে বিক্ষিপ্ত সংঘর্ষ ত্রিপুরায়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here