শিলচর: রেনেসাঁ সংস্থার ব্যবস্থাপনায় আগামী ২৬ ডিসেম্বর শিলচর, মিজোরাম সার্কিট হাউস-এর বিপরীতে গোল্ডেন পার্কে মাদকদ্রব্য সেবন ও র্যাগিং-এর বিষয়ে একটি সচেতনামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাই আজ রেনেসাঁ সংস্থার কর্মকর্তারা সাংবাদিক সম্মেলন করে এই অনুষ্ঠানের বিষয়ে বক্তব্য তুলে ধরেন। তাঁরা বলেন, প্রায় সময় দেখা যায় অনেক ছেলে মেয়েরা নেশাগ্রস্ত অবস্থায় থাকে ও স্কুল কলেজে র্যাগিং-এর ঘটনা প্রায় সময় সংঘটিত হয়। তাই এই সব ঘটনা থেকে কিভাবে নিজেকে সুষ্ঠুভাবে গড়ে তোলা যায়, তার জন্য ২৬ ডিসেম্বর শিলচর সোনাই রোড মিজোরাম সার্কিট হাউসের বিপরীতে গোল্ডেন পার্কে ড্রাগস ও র্যাগিং-এর বিষয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে মুক্ত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতবর্ষের বিশিষ্ট সংগীত শিল্পী এমএম টিভি হ্যাসেলের র্যাপ গানের প্রোগ্ৰামের বিচারক ই.পি.আর লায়ার। এই অনুষ্ঠানের পাশাপাশি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। তাই তাঁরা কাছার জেলার প্রত্যেক জনসাধারণের কাছে আবেদন রাখেন, তাঁদের এই অনুষ্ঠান উপভোগ করতে হলে শিলচরের বিভিন্ন জায়গাতে টিকিট পাওয়া যাবে। তাঁরা অনলাইনেও টিকিট বুকিং করতে পারবেন। এবং সবাইকে আমন্ত্রণ জানান এই অনুষ্ঠানের আসার জন্য। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রেনেসাঁ সংস্থার পক্ষ থেকে শরন তেজা, সুস্মিত গুপ্ত, প্রিয়াংশু নাজরারি, রিসভ কোটারি, রাজদ্বীপ নাথ, অভিজিৎ সরকার, শাহিল ডাগা, অরুণিত ধর, অদ্বিতীয়া ভট্টাচার্য্য ও মেহেক চৌধুরী।