২৬ ডিসেম্বর থেকে ৪ দিন ব্যাপী শ্রীশ্রী নিগমানন্দ আশ্রমে ভক্ত সম্মেলনী ও ভোগ বিতরণ

    163
    0

    ময়নাগুড়ি, ১৪ নভেম্বর: জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের ডাঙ্গাপাড়া শ্রী শ্রী নিগমানন্দ আশ্রমের সার্বভৌম ভক্ত সম্মেলনী সভার খুঁটি পূজা অনুষ্ঠিত হল। এই সম্মেলনীর খুঁটি পূজা অনুষ্ঠানে আসামের বঙ্গীয় সরস্বত মঠের মহন্ত ড: শ্রীমৎ স্বামী ব্রোজেশনন্দ সরস্বতী মহারাজের হাত ধরে খুঁটি পূজা হয়। রবিবার সকাল ১০ টা নাগাদ ১০৮ তম সার্বভৌম ভক্ত সম্মিলনী সভা অনুষ্ঠিত হয়।

    এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসাম বঙ্গীয় সারস্বত মঠের সম্পাদক শ্রীমৎ স্বামী বিমলানন্দ সরস্বতী মহারাজ। এছাড়া উপস্থিত ছিলেন ট্রাস্টির সদস‍্যরা, সম্মিলনীর কার্যকরী সদস‍্য, বিভিন্ন বিভাগের কর্মকর্তা, বিভাগীয় সদস‍্যরা, জেলা সদস‍্যরা, সঙ্ঘের সম্পাদক তথা সভাপতি সহ আশ্রম অধ‍্যক্ষ শ্রীমৎ স্বামী সত‍্যব্রতানন্দ সরস্বতী। খুঁটি পূজা অনুষ্ঠানে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

    জানা গিয়েছে, আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠান শুরু হবে। এবং এই মাসের ২৯ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠান চলবে। এই চার দিন সকাল থেকে রাত অবধি আশ্রম থেকে ভক্তদেরকে প্রসাদের ব্যবস্থা করা হবে। অনুষ্ঠানে বিভিন্ন দেশ থেকে ভক্তরা আসবেন। যেমন- নেপাল, ভুটান, বাংলাদেশ এবং কোচবিহার, আলিপুরদুয়ার, কলকাতা থেকে ভক্তরা আসবেন। আশ্রমে নিরাপত্তার দিকটি খতিয়ে দেখবেন ময়নাগুড়ি থানার পুলিশ প্রশাসন।

    Previous articleদীঘার মোহনা বাজারে চিরুনি ফাল মাছ দেখতে উৎসাহী জনতার ভিড়
    Next articleতিনদিনের ইন্দোনেশিয়া সফরে মোদী

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here