হাওড়া: হাওড়া স্টেশনে পূর্ব ভারতের প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৩০ ডিসেম্বরের সেই অনুষ্ঠান নিয়ে রেলে সাজো সাজো রব। উদ্বোধনী যাত্রায় গন্তব্যে পৌঁছতে মোট কুড়িটি স্টেশনে দাঁড়াবে নীল-সাদা সেমি সুপারফাস্ট এক্সপ্রেসটি। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক বুধবার এমনটাই জানিয়েছেন।
তার দেওয়া তথ্য অনুযায়ী, এই ২০টি স্টেশনের মধ্যে অধিকাংশই উত্তরবঙ্গের স্টেশন। ফলে সূচনা যাত্রায় উপেক্ষিত থাকছে দক্ষিণবঙ্গ। আর এতেই বাতাসে ভাসতে শুরু করেছে বৈষম্যের অভিযোগ! উত্তরবঙ্গকে বাড়তি গুরুত্ব দেওয়ার পিছনে বিভিন্ন মহল থেকে খাড়া করা হচ্ছে নানা রাজনৈতিক তত্ত্ব। রেল অবশ্য বলছে, সাধারণ মানুষের কাছে সম্পূর্ণ ট্রেনটিকে ‘শো-কেস’ করতে তারা উদগ্রীব। অর্থাৎ তারা ট্রেনটিকে মানুষের কাছে প্রদর্শন করতে চাইছে।
ভারতের অন্যান্য প্রান্তের তুলনায় পূর্ব ভারতের মানুষ বেশ কিছুটা দেরিতেই চাক্ষুষ করতে চলেছে বন্দে ভারত এক্সপ্রেসকে। স্বাভাবিকভাবেই ট্রেনটি নিয়ে উন্মাদনা রয়েছে। তাই প্রথম দিনে নির্ধারিত তিনটি স্টেশন অর্থাৎ বোলপুর, মালদা টাউন এবং বারসই ছাড়াও অতিরিক্ত ১৭টি স্টেশনে দাঁড়াবে বন্দে ভারত। রেলের দাবি, অতিরিক্ত স্টপ দেওয়ার একমাত্র কারণ সাধারণ মানুষের সঙ্গে ট্রেনটির পরিচিতি ঘটানো এবং তাঁদের চাক্ষুষ করানো। এই যুক্তির পরেও অবশ্য প্রশ্ন থেকে যাচ্ছে। স্টপ দেওয়ার ক্ষেত্রে কি কিছুটা ব্রাত্য থেকে যাচ্ছে দক্ষিণবঙ্গ। কারণ দক্ষিণবঙ্গে হাতে গোনা কয়েকটি স্টেশনেই স্টপ ছাড়া সেভাবে আর কোথাও দাঁড়াবে না ট্রেন। দক্ষিণবঙ্গের শক্তিগড়, বর্ধমান, বোলপুর, রামপুরহাট ছাড়া আর কোনও স্টেশনে থামবে না ট্রেনটি। কয়েকটি স্টপেজ থাকবে প্রতিবেশী রাজ্য বিহারে। বাকি সমস্ত স্টপেজ পাচ্ছে উত্তরবঙ্গ। এই সিদ্ধান্তকে ঘিরেই উঠেছে বৈষম্যের অভিযোগ। উত্তরবঙ্গকে রেলের তরফে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার কারণ হিসাবে রাজনৈতিক তত্ত্ব উঠে আসছে।
তবে রেলের তরফ থেকে যুক্তি দিয়ে বলা হয়েছে, কোনও দাবি বা আব্দার মেটাতে নয়, শুধুমাত্র সাধারণ মানুষের কাছে ট্রেনটি তুলে ধরতেই এতগুলি স্টপের ভাবনা। সেক্ষেত্রে উত্তরবঙ্গে বেশি স্টেশন আর দক্ষিণবঙ্গে কম, এমনভাবে দেখতে চাইছে না তারা। এ বিষয়ে এক প্রশ্নের উত্তরে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক বলেন, আমরা শুধুমাত্র সাধারণ মানুষের আবেগকে কাজে লাগাতে চাইছি। তাই প্রথম দিনে কুড়িটি স্টপেজের ভাবনা থাকছে। তার মধ্যে অবশ্যই বেশিরভাগ উত্তরবঙ্গের। তবে কমার্শিয়াল রান শুরু হলে মাত্র তিনটি স্টপেই দাঁড়াবে বন্দে ভারত। বোলপুর, মালদা টাউন, বারসই।