শারজা থেকে ১৮ লক্ষ টাকার ঘড়ি এনে বিমানবন্দরে বিপাকে শাহরুখ খান

    153
    0

    মুম্বই, ১২ নভেম্বর: শারজা আন্তর্জাতিক বইমেলা থেকে দেশে ফেরার পথেই বিপাকে শাহরুখ খান। বলিউড বাদশা ওই বইমেলায় একজন আমন্ত্রিত সদস্য হিসেবে গিয়েছিলেন। কিন্তু, সেখান থেকে ফেরার পথে একটি ঘড়ি নিয়ে ঘটে বিপত্তি। যার মূল্য প্রায় ১৮ লক্ষ টাকা। শুক্রবার গভীর রাতে দুবাই থেকে মুম্বইয়ে ব্যক্তিগত বিমানে ফেরার পথে ঘটে এই ঘটনা। শুল্কদপ্তরের আধিকারিকরা এজন্য তাঁকে আটক করেন । তাঁকে জিজ্ঞাসা পর্ব চলে প্রায় এক ঘণ্টা। অবশেষে শুল্ক বাবদ ৬.৮৩ লক্ষ টাকা দিয়ে মুক্তি পান তিনি। শাহরুখের সঙ্গে ছেড়ে দেওয়া হয় তাঁর ম্যানেজার পূজা দাদলানিকেও। এবিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি বলিউড তারকার। সটান গাড়িতে উঠে বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি।

    Previous articleনিকোবরে উন্নয়নমূলক প্রকল্পে ক্ষতি হবে প্রকৃতির
    Next articleকোভিড: প্রমোদতরী নিয়ে চিন্তায় অস্ট্রেলিয়া

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here