নতুন দিল্লি, ১১ নভেম্বর: অভিনেত্রী জ্যাকলিনের অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়ল। আগামী ১৫ নভেম্বর পর্যন্ত আদালত এই রক্ষা কবচ দিল অভিনেত্রীর। জেলবন্দি সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে ২০০ কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ আনা হয়েছে। সেই মামলায় নাম রয়েছে জ্যাকলিন ফার্নান্ডেজের। দিল্লির একটি বিশেষ আদালত তাঁর অন্তর্বতী জামিনের মেয়াদ আগামী মঙ্গলবার পর্যন্ত বাড়িয়েছে। যদিও আগামী মঙ্গলবার পর্যন্ত জ্যাকলিনের জামিনের আবেদন সংক্রান্ত নির্দেশ স্থগিত রেখেছেন বিচারক শৈলেন্দ্র। তিনি জানিয়েছেন, নির্দেশ প্রস্তুত হতে সময় লাগবে।