বারুইপুর: জলপাইগুড়ির বাসিন্দা মহাদেও সিং মানসিক ভারসাম্যহীন। ১৪ বছর আগে হারিয়ে গিয়েছিলেন তিনি। এতদিন পরে বারুইপুরে খোঁজ মিলল তাঁর। তাঁকে বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেছে বারুইপুর মহিলা থানার পুলিস। আজ, ইংরেজি নববর্ষের দিন মহাদেও সিংকে তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হবে। ঘরে রয়েছেন স্ত্রী ও ছেলে। বারুইপুর মহিলা থানার পুলিস তাঁদের হাতে তুলে দেবেন।
কয়েকদিন আগে এক স্কুল শিক্ষক তাঁকে বারুইপুরের টংতলায় দেখতে পাওয়া যায়। ওই শিক্ষক তাঁকে আশ্রয় দেন। তাঁর পরিচয় জানার চেষ্টা করেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তিনি মহাদেও-এর ছবি পোস্ট করেন। এরপর বারুইপুর মহিলা থানার সঙ্গে যোগাযোগ করে হ্যাম রেডিও। ২৭ ডিসেম্বর মহাদেও সিংকে থানার আইসি কাকলি ঘোষ কুণ্ডু উদ্ধার করেন। এরপর তাঁকে বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। খোঁজ নিয়ে জানা যায়, জলপাইগুড়ির চা বাগানে কাজ করেন মহাদেও সিংয়ের স্ত্রী জানকী সিং। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। তাঁকে খবর দেওয়া হয়েছে স্বামীকে নিয়ে যাওয়ার জন্য।