Home District ১৪ বছর আগে গঙ্গাসাগর মেলায় ভাগলপুরের হারিয়ে যাওয়া যুবক বাড়ি ফিরলেন

১৪ বছর আগে গঙ্গাসাগর মেলায় ভাগলপুরের হারিয়ে যাওয়া যুবক বাড়ি ফিরলেন

152
0

বারুইপুর: কয়েকদিন পরেই গঙ্গাসাগর মেলা। ১৪ বছর আগে এই মেলাতে এসেই হারিয়ে গিয়েছিলেন ভাগলপুরের এক যুবক। তাঁকে উদ্ধার করে পরিবারের হাতে ফিরিয়ে দিচ্ছেন হ্যাম রেডিওর কর্তারা। শনিবার বিকেলে নামখানায় দাদার হাতে ভাইকে তুলে দেওয়া হয়। ছিলেন ওয়েস্ট বেঙ্গল হ্যাম রেডিওর পক্ষে দিবস মণ্ডল, নামখানার বিডিও, সুন্দরবন পুলিস জেলার অতিরিক্ত পুলিস সুপার (হেড কোয়ার্টার্স), ফ্রেজারগঞ্জ থানার ওসি প্রমুখ।
জানা গিয়েছে, একদল যুবক বকখালির সমুদ্রতটে কুকুরদের খাবার দিতে এসেছিলেন। তখনই তাঁরা দেখেন, এক ভবঘুরে কুকুরদের দেওয়া খাবারই ছিনিয়ে নিয়ে মুখে তুলছেন। এই দৃশ্য দেখে তাঁরা চমকে ওঠেন। পরে তাঁরা ওই ভবঘুরের জন্য কম্বল, খাবার নিয়ে যান। তাঁরা জানতে পারেন, ভবঘুরে যুবকটি নামখানার দীপঙ্কর জানা বলে এক ব্যক্তির বাড়িতে রয়েছেন। পাঁচ বছর ধরে দীপঙ্করবাবু ওই যুবককে রেখে দিয়েছিলেন।

Previous articleবড়দিনের রাতে জনতার ঢল পার্ক স্ট্রিট, ধর্মতলায়
Next articleনিলামে ‘বিশ্বকাপ’ কেক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here