নয়াদিল্লি: গাড়ি-স্কুটার ধাক্কা। ১২ কিলোমিটার রাস্তা তরুণীকে টানতে টানতে নিয়ে গেল ঘাতক গাড়ি! পরে রাস্তা থেকে উদ্ধার হয় বছর কুড়ির ওই তরুণীর মৃতদেহ। এই ঘটনায় গাড়ির পাঁচ যাত্রীকে গ্রেপ্তার করেছে পুলিস। ঘটনাটি ঘটেছে রবিবার কাকভোরে দিল্লির সুলতানপুরী এলাকায়। যদিও মৃতার পরিবারের অভিযোগ, এটি নিছক দুর্ঘটনা নয়। আদতে ওই তরুণীর সম্মানহানি করে, তাঁকে খুন করা হয়েছে। এটি ‘নির্ভয়া কাণ্ডে’র মতোই একটি ভয়াবহ ঘটনা। এই ঘটনায় পুলিসের কাছে রিপোর্ট তলব করেছেন দিল্লি মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল। চালক সহ গাড়ির আরোহীরা মদ্যপান করেছিলেন কি না, তাও জানতে চাওয়া হয়েছে।
দিল্লি পুলিস সূত্রে খবর, রাত ৩টে ২৪ মিনিট নাগাদ কন্ট্রোলরুমে একটি ফোন আসে। বলা হয় একটি গাড়ি একটি তরুণীর দেহকে ছেঁচড়ে নিয়ে যাচ্ছে। তারপর ভোর ৪টে ১১ নাগাদ ফের আর একটি ফোন আসে। তখন জানানো হয় রাস্তায় এক অজ্ঞাতপরিচয় তরুণীর মৃতদেহ পড়ে রয়েছে। রাস্তায় টহলের দায়িত্বে থাকা পুলিসকর্মীরা গিয়ে মৃতদেহ উদ্ধার করেন। তারপর সিসি ক্যামেরার ফুটেজ দেখে গাড়ির নম্বর মিলিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের মধ্যে একজন ক্রেডিট কার্ড এজেন্ট, একজন পেশায় চালক এবং একজনের রেশন দোকান রয়েছে।