নিজস্ব সংবাদদাতা: আইপিএল এর এবারের প্রথম ম্যাচে জিতে দর্শকদের মনে অনেক আশা জাগিয়েছিল কেকেআর। বুধবার আইপিএল-এর দ্বিতীয় ম্যাচে সেই আশায় জল ঢেলে দিল নাইট বাহিনী। ফের একবার নাইটদের ব্যাটিং ভরাডুবির সাক্ষী থাকল ক্রিকেট দুনিয়া। বুধবার ডি ওয়াই প্যাটিল স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বোলারদের সামনে মাত্র ১২৮ রানে গুটিয়ে গেল কলকাতা নাইট রাইডার্স। ফলে এই ম্যাচ জিততে হলে আরসিবি-র টার্গেট দাঁড়াল ১২৯ রান।
এদিন টসে জিতে নাইটদের ব্যাট করতে পাঠিয়েছিলেন ফাফ ডু প্লেসিস। শুরুতেই ভেঙ্কটেশ আইয়ারকে ফিরিয়ে নাইটদের প্রথম ধাক্কা দিলেন বাংলার এই দ্রুত গতি সম্পন্ন বোলার। এরপর দলের রান যখন ৩২ তখন অজিঙ্কা রাহানেকে আউট করে কেকেআর-কে জোড়া আঘাত দিলেন মহম্মদ সিরাজ। গত ম্যাচে তিন নম্বরে নেমে নজর কেড়েছিলেন নীতীশ রানা। এই বাঁহাতিকে একটি ছয় মারেন তিনি। তবে সেই আকাশের বলেই ফিরে যান নীতীশ। নাইটরা তখন ৪৪ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছে।
তবে নাইটদের সমস্যা কাটেনি। বরং স্পিনের ছোবলে কলকাতার মিডল অর্ডারকে একাই বুঝে নিলেন ওয়ানিন্দু হাসরঙ্গা। শ্রেয়স আইয়ার, সুনীল নারিন ও শেল্ডন জ্যাকশনকে ফিরিয়ে নাইটদের মিডল অর্ডারকে শেষ করে দেন শ্রীলঙ্কার লেগ স্পিনার।
আন্দ্রে রাসেল ১৮ বলে ২৫ রান না করলেও নাইটদের ব্যাটিংয়ের দৈন্যদশা ফুটে উঠল। হাসরঙ্গা ২০ রানে ৪, আকাশ ৪৫ রানে ৩ ও হর্ষল প্যাটেল ১১ রানে ২ উইকেট নিয়ে কেকেআর-এর ব্যাটিংকে শেষ করে দেন।