ওয়াশিংটন: কাগজে লেখা চিরকুট ঠান্ডা পানীয়ের খালি বোতলে ভরে মাউন্ট ওয়াশিংটনের বাসিন্দা ট্রয় হেলার অতলান্তিক মহাসাগরে ভাসিয়ে দিয়েছিলেন। ৩৭ বছর আগের কথা। বয়স মাত্র দশ বছর। সমুদ্রে বেড়াতে গিয়েছিলেন বাড়ির বড়দের সঙ্গে। ফ্লোরিডার ভেরো সৈকতে খেলাচ্ছলেই ওই কাজ করেছিলেন তিনি। নিজের নাম, ঠিকানা ও ফোন নম্বর বোতলে ভরা চিরকুটে লিখে দিয়েছিলেন । সবশেষে লিখেছিলেন, কেউ যদি কোনওদিন ওই বোতলটি ফিরে পান, তিনি যেন তাঁকে জানান। এরপর প্রায় চার দশক কেটে গিয়েছে। তিনি ছোটবেলায় সেই বোতল ভাসানোর কথা ভুলেও গিয়েছিলেন । এমন সময় আচমকা সেই বোতলে ভরা চিরকুট ফিরে পেলেন ট্রয়! স্বভাবতই এই ঘটনায় রীতিমতো উল্লসিত তিনি।
বোতলটি পান ফ্লোরিডার এক শিক্ষক দম্পতি । ট্রয় সমুদ্রে যেখানে বোতলটি ভাসিয়েছিলেন, তার ২০ কিলোমিটার দূরে সেটির হদিশ পান ওই শিক্ষক দম্পতি।
ওই দম্পতির কৌতূহল জাগে বোতলের ভিতরে কাগজ ভরা দেখে। তাঁরা বোতলটি বাড়িতে নিয়ে এসে তার কাগজটি বের করেন ।
ট্রয় জানিয়েছেন, একদিন ফ্লোরিডার একটি নম্বর থেকে ফোন আসে। তিনি বাড়িতে তখন খাচ্ছিলেন। সেজন্য তিনি ফোন রিসিভ করতে পারেননি। এরপরই একটি মেসেজ পান। সেই মেসেজে লেখা, তাঁরা সমুদ্রে একটি বোতল খুঁজে পেয়েছেন। সেই বোতলের ভিতরের চিরকুটে তাঁর নাম, ঠিকানা লেখা রয়েছে। এটাও লেখা আছে, যদি কেউ ওই বোতলটি পান, তিনি যেন তাঁর সঙ্গে যোগাযোগ করেন। এই মেসেজ পাওয়ার পরই উচ্ছ্বসিত হয়ে পড়েন ট্রয়।
তাঁর কথায়, ‘ছোটবেলায় সমুদ্রে ঘুরতে গিয়ে মজাচ্ছলে বোতলটি ভাসিয়ে দিয়েছিলাম অতলান্তিক মহাসাগরে। দেখতে চেয়েছিলাম, সেটি কোথায় যায়। কিন্তু এত বছর পর সেটি যে, আবার আমার কাছেই ফিরে আসবে, তা ভাবতে পারিনি। আজ বিশ্বাস হল, সমুদ্র কিছুই নেয় না, সবই সময়মতো ফিরিয়ে দেয়।’