নিজস্ব সংবাদদাতা, আগরতলা: করোনার উর্ধ্বমুখী সংক্রমণের জেরে ত্রিপুরায় জারি হতে চলেছে নাইট কার্ফু। এমনই ঘোষণা করেছেন ত্রিপুরা রাজ্যের বিপ্লব দেবের সরকার। আপাতত এই রাত্রিকালীন বিধিনিষেধ চলবে ২০ জানুয়ারি পর্যন্ত। এই সময়ে প্রতিদিন রাত্রি ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত এই আইন বলবৎ থাকবে ।