প্যারিস: দু’ম্যাচ পর ফরাসি লিগে জয়ে ফিরল পিএসজি। অ্যাওয়ে ম্যাচে মঁপেলিয়কে ৩-১ গোলে হারালেন লিও মেসিরা। তবে জয়ের দিনেও কিলিয়ান এমবাপের চোট অনেক বেশি। চিন্তায় রাখল কোচ গালতিয়েরকে। ম্যাচের ২১ মিনিটে হ্যামস্ট্রিংয়ের চোট পান ফরাসি তারকা উইঙ্গার। কোনওরকম ঝুঁকি না নিয়ে তাঁকে তুলে নেন কোচ। মাঠ ছেড়ে রিজার্ভ বেঞ্চে না বসে সোজা ড্রেসিং-রুমের পথে হাঁটা দেন এমবাপে। ম্যাচ শেষে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়তে দেখা যায় তাঁকে। সুত্রের খবর, অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে ফরাসি তারকা ফুটবলারকে। ফলে আগামী ১৪ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স লিগের প্রি কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধেও তাঁর খেলার সম্ভাবনা কম। কোচ গালতিয়ের জানান, ‘ম্যাচের মধ্যে কোনওরকম ঝুকি নিতে চাইনি। তাই ওকে তুলে নিই। ওর অনুপস্থিতি অবশ্যই দলের জন্য বড় ধাক্কা। তবে বাকিদের দায়িত্ব নিতে হবে।’