কলকাতা, ২৫ অক্টোবর: মঙ্গলবার দেশজুড়ে আকস্মিকভাবে হোটসঅ্যাপ পরিষেবা বন্ধ হয়ে গেল। বিনা নোটিসে পরিষেবা বন্ধে বিপাকে পড়লেন দেশের কোটি কোটি মানুষ। দুপুর সাড়ে ১২ টা থেকে এই পরিষেবা পুরোপুরি বন্ধ হয়। টানা ১ঘন্টা ৪৫ মিনিট চলে এই অচলাবস্থা। ২ টো ১৫ নাগাদ এই পরিষেবা চালু হয়। কিন্তু এই সময়ে গ্রাহকদের আগাম প্রস্তুতি না থাকায় চরম সমস্যার সম্মুখীন হতে হয়। বিশেষ করে ব্যাবসায়িক ও জরুরি পরিষেবার ক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতি হয়। ভারতের পাশাপাশি তুরস্কেও একই সমস্যার সৃষ্টি হয়।