কলকাতা: হিমোফিলিয়া আক্রান্ত বিভিন্ন বয়সের রোগীদের জন্য অত্যাধুনিক জিম চালু হল এন আর এস মেডিক্যাল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগে। হিমোফিলিয়া রোগীদের গাঁটে গাঁটে রক্তক্ষরণ হওয়ায় দ্রুত অস্টিওআর্থ্রাইটিস, অস্টিওপোরোসিস ইত্যাদি সমস্যায় আক্রান্ত হন। এমনকী, এজন্য অনেকে পঙ্গুত্বের শিকারও হন।
চিকিৎসকদের দাবি, সিএমসি ভেলোরের পর এখানেই এই ধরনের জিম চালু হল। ১৭ এপ্রিল ছিল বিশ্ব হিমোফিলিয়া দিবস। এন আর এস হাসপাতালে বুধবার এই দিনটি আনুষ্ঠানিকভাবে পালন করা হয়। প্রায় ২০০টি শিশু উপস্থিত ছিল। এদিন আক্রান্ত শিশুদের হাতে হিমোফিলিয়া কার্ড তুলে দেওয়া হয়। এই পরিচয়পত্রে বাচ্চাটির নাম, পরিচয় ইত্যাদি তথ্যের পাশাপাশি সে যে এই ধরনের রোগী, তারও উল্লেখ রয়েছে। এও বলা রয়েছে, রোগী কোনও কারণে অজ্ঞান বা খুব অসুস্থ হয়ে পড়লে তাকে যেন চটজলদি হাসপাতালে ভর্তি করা হয়। প্রয়োজনে রক্তের বিশেষ উপাদান ফ্যাক্টর ৮ দেওয়ার কথাও বলা হয়েছে।