কিন্নর, ৩ নভেম্বর: স্বাধীন ভারতের প্রথম ভোটার শ্যামসরণ নেগি। বর্তমানে তাঁর বয়স ১০৬ বছর। তিনি হিমাচল প্রদেশের কিন্নর জেলার বাসিন্দা। পেশায় একজন স্কুল শিক্ষক ছিলেন। ১৯৫১ সালে দেশে প্রথম ভোট দেন নেগি। গতকালও হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনে ভোট দিয়েছেন এই ঐতিহাসিক ব্যক্তিত্ব। তবে এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে বাড়িতেই ভোট দেন তিনি।