আসানসোল: নরেন্দ্র মোদির আমলে বন্ধ করে হওয়া কারখানার জমিতেই নবজোয়ার কর্মসূচি উপলক্ষ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাত্রিবাস করবেন। সালানপুরে হিন্দুস্থান কেবলসের মাঠে কর্মসূচি করে শিল্প নিয়ে বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিষয়টি উস্কে দিতে চাইছেন বলে মনে করছে রাজনৈতিক মহল। মোদি সরকারের আমলেই বন্ধ হয়েছে হিন্দুস্থান কেবলস, বার্ন স্ট্যান্ডার্ড কারখানা। যা নিয়ে বারবার নিশানায় পড়তে হয়েছে বিজেপিকে।