Home District হিন্দুস্থান কেবলসেরজমিতে রাত্রিযাপন করবেন অভিষেক

হিন্দুস্থান কেবলসেরজমিতে রাত্রিযাপন করবেন অভিষেক

97
0

আসানসোল: নরেন্দ্র মোদির আমলে বন্ধ করে হওয়া কারখানার জমিতেই নবজোয়ার কর্মসূচি উপলক্ষ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাত্রিবাস করবেন। সালানপুরে হিন্দুস্থান কেবলসের মাঠে কর্মসূচি করে শিল্প নিয়ে বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিষয়টি উস্কে দিতে চাইছেন বলে মনে করছে রাজনৈতিক মহল। মোদি সরকারের আমলেই বন্ধ হয়েছে হিন্দুস্থান কেবলস, বার্ন স্ট্যান্ডার্ড কারখানা। যা নিয়ে বারবার নিশানায় পড়তে হয়েছে বিজেপিকে। 

Previous articleলটারির নকল টিকিট বানিয়ে রাজ্যজুড়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণার জাল সক্রিয়
Next articleফের লতিফকে সতর্ক করল আদালত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here