তেহরান: ইরানে হিজাব না পরা এক মহিলাকে পরিষেবা দিয়েছিলেন এক ব্যাঙ্ক ম্যানেজার। তার ফলস্বরূপ চাকরি হারালেন তিনি। তেহরানের নিকটবর্তী কোম প্রদেশে এই ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, গত বৃহস্পতিবার ঘটনাটি ঘটে। ওই মহিলা হিজাব না পরেই ব্যাঙ্কে চলে আসেন। কিন্তু, ব্যাঙ্ক অন্যান্য সদস্যদের মতো তাঁকেও পরিষেবা হয়। বিষয়টি নজরে আসে গভর্নরের। সঙ্গে সঙ্গে তাঁর নির্দেশে ওই ব্যাঙ্ক ম্যানেজারকে বরখাস্ত করা হয়।