মুম্বই, ২ জুন: হাসপাতালে ভর্তি বলিউডের জনপ্রিয় অভিনেতা গুফি পেন্টাল। যিনি মহাভারতের শকুনি মামার চরিত্রে একসময় দর্শকদের নজর কাড়েন। সূত্রের খবর, তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। তিনি দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। এরপর গত ৩১ মে আচমকা শারীরিক অবস্থার অবনতির জন্য তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। যদিও অভিনেতার পরিবারের তরফে এই বিষয়ে কোনও খবর বা বিবৃতি প্রকাশ করা হয়নি। জনপ্রিয় টেলি অভিনেত্রী টিনা ঘাই গুফি পেন্টালের অসুস্থতার খবর প্রকাশ্যে আনেন। সম্প্রতি এই অভিনেত্রী সামাজিক মাধ্যমে গুফি পেন্টালের অসুস্থতার খবর শেয়ার করেছেন। পাশাপাশি, তিনি সামাজিক মাধ্যমে অভিনেতার আরোগ্য কামনা করতে অনুরাগীদের অনুরোধ জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, গুফি পেন্টালজি সমস্যার মধ্যে রয়েছেন। সকলে ওঁর জন্য প্রার্থনা করুন। হ্যাশট্যাগে লেখেন ওম সাই রাম।
উল্লেখ্য, আটের দশকে অভিনয় জগতে পা রাখেন গুফি। বলিউডের বেশ কিছু সিনেমায় অভিনয়ও করেছেন তিনি। তবে, মহাভারত ধারাবাহিকে শকুনি মামার চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের নজর কাড়ে। এই চরিত্রে অভিনয় করার সময়ই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি। ফলে এরপর নানা চরিত্রে দেখা গেলেও, শকুনি মামা হিসেবেই দর্শকরা তাঁকে বেশি চেনেন।
জানা যাচ্ছে, বুধবার রাতে শারীরিক অবস্থার এতটাই অবনতি ঘটে যে তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিচালক বিআর চোপড়ার মহাভারতে শকুনি মামার চরিত্রে অভিনয় করেছিলেন গুফি পেন্টাল। ওই চরিত্রে অভিনয়ের পর দর্শকের দরবারে দারুণ জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। অভিনয়ের পাশাপাশি দু-একটি ছবি পরিচালনার কাজও করেছেন। তাঁর নির্দেশনায় তৈরি হয়েছিল শ্রী চৈতন্য মহাপ্রভু।