নতুন দিল্লি: আচমকাই দিল্লির এইমসে ভর্তি হলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ৬৩ বছর বয়সী মোদী মন্ত্রিসভার এই গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় মন্ত্রীর সঠিক কি হয়েছে তা এখনও জানা যায়নি। বর্তমানে তিনি এইমসের একটি বেসরকারি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। তবে যে কারণেই তিনি ভর্তি হন না কেন, তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন বিজেপি নেতৃত্ব।
তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয় আজ, দুপুর ১২টা নাগাদ। সূত্র মারফৎ জানা গিয়েছে, রুটিন চেক-আপের জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হতে পারে। তিনি অসুস্থ বোধ করায় এইমস-এর একটি প্রাইভেট ওয়ার্ডে তাঁকে ভর্তি করা হয়েছে। নির্মলার উচ্চ রক্তচাপ সহ একাধিক শারীরিক সমস্যা রয়েছে।
আগামী বছর ফেব্রুয়ারি মাসে সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ হবে। সেজন্য ব্যবসায়ী ও বাণিজ্য সংগঠনগুলির সঙ্গে লাগাতার বৈঠক করছেন বিগত কয়েকদিন ধরে। তিনি কর্পোরট করে ছাড় দেওয়ার পক্ষে সওয়াল করেন। যদিও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক এখনও অবধি এইমস-এর তরফে কোনও তথ্য জারি করেনি। রুটিন চেক আপের জন্যই তিনি হাসপাতালে ভর্তি আছেন বলে কিছু সংবাদ সংস্থার তরফে দাবি করা হয়েছে।