Home Kolkata হাওড়ায় সুইমিং পুলে ডুবে মৃত্যু হল প্রশিক্ষণরত শিশুর

হাওড়ায় সুইমিং পুলে ডুবে মৃত্যু হল প্রশিক্ষণরত শিশুর

205
0

কলকাতা: হাওড়ায় সুইমিং পুলের জলে ডুবে মৃত্যু হল এক শিশুর। সাঁতার শিখতে গিয়ে ঘটে এই বিপত্তি। ঘটনাস্থল এই জেলার স্বামীজি সংঘ সুইমিং ক্লাবের নিজস্ব সুইমিং পুল। মৃতের নাম বিদীপ্ত ঘোষ(৯)। জানা গিয়েছে, এদিন মায়ের উপস্থিতিতেই প্রশিক্ষকের কাছে সাঁতার শিখছিল ওই শিশু। কিন্তু, হঠাই ঘটে যায় বিপত্তি। নিমেষের অসতর্কতায় জলে তলিয়ে যায় সে। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা সংকটজনক বুঝে সেখান থেকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। চ্যাটার্জিহাট থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।
এদিকে এই ঘটনায় শোকের ছায়া নেমেছে গোটা এলাকায়। প্রশিক্ষকের উপস্থিতিতে কী কারণে এই ঘটনা ঘটল তার তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্ঘটনায় সুইমিং পুল কর্তৃপক্ষের কোনও গাফিলতি আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

Previous articleফোনে মোদী-পুতিনের গোপন বৈঠক?
Next articleদ্রৌপদী মুর্মুরের জেতার সম্ভাবনা বেশি, বললেন মমতা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here