Home Kolkata হাওড়ায় বিজেপির গ্রামীণ জেলা অফিসে দলের বিক্ষুব্ধদের ভাঙচুর

হাওড়ায় বিজেপির গ্রামীণ জেলা অফিসে দলের বিক্ষুব্ধদের ভাঙচুর

258
0

হাওড়া: সদ্য তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া মোহিত ঘাঁটিকে পাঁচলা বিধানসভা কেন্দ্রের প্রার্থী করায় রবিবার একদল বিক্ষুব্ধ বিজেপি কর্মী হাওড়া গ্রামীণ জেলা অফিস ভাঙচুর করে। এই বিষয়ে বিজেপির জেলা নেতৃত্ব এখনও পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি।
প্রসঙ্গত উল্লেখ্য, মোহিত ঘাঁটি রাজীব বন্দোপাধ্যায়ের অনুগামী হিসেবে পরিচিত। কিছুদিন আগেই তিনি রাজীব বাবুর সঙ্গে বিজেপিতে যোগদান করেন।
সূত্রের খবর, আগের বিধানসভা নির্বাচনে পাঁচলা কেন্দ্রের বিজেপি প্রার্থী ভবানী প্রসাদ রায়ের অনুগামীরা এই ঘটনা ঘটিয়েছে।

Previous articleআহত বাঘ সবচেয়ে বিপজ্জনক প্রাণী: মমতা
Next articleঅভিনেত্রী গৌহার খানের বিরুদ্ধে এফআইআর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here