হাওড়া, ১৯ সেপ্টেম্বর: সোমবার দুপুরে হাওড়া ময়দানে ভয়াবহ অগ্নিকান্ড।আগুনে ভস্মীভূত হয়ে গেল একটি ব্যাগের দোকান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ছয়টি ইঞ্জিন। আগুন যাতে আশেপাশে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য দ্রুত তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন দমকল কর্মীরা। সেজন্য এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। জিটি রোডে যানবাহন চলাচলও বন্ধ করে দেওয়া হয়। জানা গিয়েছে, হাওড়ার চিন্তামণি রোডে একটি গোডাউনে আগুন লাগে। তবে এই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ কত তা এখনও জানা যায়নি। আগুন লাগার প্রকৃত কারণ কি তা ক্ষতিয়ে দেখা হচ্ছে।