হাওড়া জেলার অমরাগড়ী গ্ৰামের রায় পরিবারের পুজো তিন শত বছরের প্রাচীন

    192
    0

    অভিজিৎ হাজরা, আমতা, হাওড়া: এই পূজা সম্পর্কে জানার আগে এই পরিবারের শ্রী শ্রী ঁগজলক্ষী মাতা স্টেট সম্পর্কে জানা প্রয়োজন। এই স্টেটটি গঠিত হয়েছিল বাংলার ১১২৬ সালের ১৫ ই বৈশাখ। বর্তমানে ৩০৩ বছরে পদার্পণ করেছে এই স্টেটটি‌। এই  স্টেটের প্রতিষ্ঠাতা ছিলেন স্বর্গীয় শান্তি রায়।এই তিনি  বাণিজ্য করতেন এবং দেশে দেশে ঘুরে বেড়াতেন। একদিন তিনি বাণিজ্য করতে বেরিয়ে এই গ্ৰামে রাত্রি যাপনের জন্য জাহাজের নোঙর বাঁধেন। সেই রাত্রে মা ঁগজলক্ষী  দেবী  শান্তি রায়কে স্বপ্নাদেশ দিয়ে বলেন, ‘কিরে! আমাকে ছেড়ে চলে যাস না। তুই আমার প্রাণ প্রতিষ্ঠা কর’। সেই স্বপ্নাদেশ পেয়ে তিনি শ্রী শ্রী ঁগজলক্ষী মাতার প্রাণ প্রতিষ্ঠা করেন। প্রাণ প্রতিষ্ঠার পর তিনি অমরাগড়ী গ্ৰামে বসবাস শুরু করেন। গ্ৰামবাসীদের নিয়ে গড়ে তোলেন শ্রী শ্রী ঁগজলক্ষী মাতা স্টেট।

    Previous articleসোনার দাম কিছুটা কমল, দুর্গা পূজায় ৩ দিন বাজার বন্ধ
    Next articleকেন্দ্রীয় মন্ত্রীসভায় থাকছে না সংখ্যালঘু মন্ত্রণালয়

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here