অভিজিৎ হাজরা, জয়পুর, হাওড়া: রাত পোহালেই লক্ষ্মীপুজো। গ্ৰামীণ হাওড়া জেলার আমতা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জয়পুর থানার ‘ খালনা ‘ আদতে একটি প্রত্যন্ত গ্ৰাম। কিন্তু এই গ্ৰাম এখন লক্ষ্মীপুজোর পীঠস্থান হয়ে উঠেছে।কারণ এখানে ঘরে ঘরে লক্ষ্মীপুজো হয়। আর এই পুজোকে কেন্দ্র করে খালনা গ্রাম হয়ে উঠেছে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উদাহরণস্বরূপ। প্রাচীন বর্ধিষ্ণু এই গ্ৰামটির এখন নতুন নাম হয়েছে ‘ লক্ষ্মীগ্ৰাম ‘।
খালনায় বারোয়ারী ও পারিবারিক পুজো শতাধিক। এখানে প্রায় ৩৫ টি বারোয়ারি পুজো হয়।এই বারোয়ারি পুজোর জন্যই কিন্তু খালনা এখন ট্যুরিস্ট ম্যাপে প্রবেশ করতে চলেছে। এই পুজো গুলির মধ্যে বড় বাজেটের পুজো ১০ থেকে ১৫ টি। এখানকার লক্ষ্মীপুজো আড়ম্বরে ও আয়োজনে এবং অভিনবত্বে এখন দুর্গাপুজোকেও হার মানিয়েছে। এই পুজোকে কেন্দ্র করে খালনা গ্রামের এই সাম্প্রদায়িক সম্প্রীতি সারা দেশের একটা উদাহরণ স্বরূপ হয়ে দাঁড়িয়েছে। হিন্দু সম্প্রদায়ের যুবকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই পুজোয় নিজেদের ওতপ্রোত ভাবে জড়িয়ে নিয়েছে মুসলিম সম্প্রদায়ের যুবকরাও।
খালনা গ্রাম পঞ্চায়েত এলাকায় বাড়ি বাড়ি, বারোয়ারী, ক্লাব, প্রতিষ্ঠানে লক্ষ্মীপুজোর আয়োজনের প্রস্তুতি তুঙ্গে। নানা ধরনের থিম, আলোক সজ্জা, নানা রুপে লক্ষ্মী প্রতিমা নানা সাজে পূজিতা হবেন।