Home District হাইটেনশনের খুঁটি স্থানান্তরে চার কোটি টাকা বরাদ্দের আশ্বাস দিলেন অরূপ বিশ্বাস

হাইটেনশনের খুঁটি স্থানান্তরে চার কোটি টাকা বরাদ্দের আশ্বাস দিলেন অরূপ বিশ্বাস

106
0

মালদহ: মঙ্গলবার সন্ধ্যায় মালদহ সার্কিট হাউসে বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস এই আশ্বাস দেন, রতুয়ায় বিদ্যুতের হাইটেনশনের খুঁটি স্থানান্তর করার জন্য প্রয়োজনীয় চার কোটি টাকা বরাদ্দ করা হবে। দ্রুত ওই লোহার বড় স্তম্ভ স্থানান্তর না করলে ফুলহার নদীর ভাঙনের গ্রাসে চলে যাবে বলে স্থানীয়রা আশঙ্কা করছেন। বিষয়টি নিয়ে সেচদপ্তরও উদ্বেগ প্রকাশ করেছে। এনিয়ে সেচ ও বিদ্যুৎ বণ্টন কোম্পানির মধ্যে আলোচনাও হয়। তবে বিপুল টাকার খরচ নিয়ে জেলার বিদ্যুৎ বিভাগের আধিকারিকরা চিন্তিত ছিলেন। এবার সেই সমস্যার সমাধান করলেন মন্ত্রী।

Previous articleবিশ্ব ইতিহাসে ৮ ফেব্রুয়ারি
Next articleকল সেন্টার খুলে প্রতারণা, গ্রেপ্তার পাঁচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here