নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ৫ জুলাই: ফের একবার কলকাতার হাইকোর্টের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধীদের জন্য যাতে নির্দিষ্ট গাইডলাইন বেঁধে দেওয়া হয়, তাঁর আর্জি জানিয়ে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে মামলা করেছেন তিনি। তাঁর অভিযোগ, গতবছর হাইকোর্ট তাকে রাজ্যের বিভিন্ন প্রান্তে অবাধ বিচরণের ক্ষমতা দিলেও বর্তমানে তিনি বিভিন্নভাবে বাধাপ্রাপ্ত হচ্ছেন। এমনকি বিজেপির রাজ্য সভাপতিও বিভিন্নভাবে বাধাপ্রাপ্ত হচ্ছেন। অবশ্য তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, দুজনের উস্কানিমূলক বক্তব্য হিংসা ছড়াচ্ছে।যা সামলাতে রাজ্য সরকারকে হিমশিম খেতে হচ্ছে। তাই তাদের কাজে বাধা দেওয়া হচ্ছে।