হস্টেলে ঢুকে নিয়ম ভেঙেছেন রাহুল গান্ধী

    65
    0

    নয়াদিল্লি: হঠাৎ করেই তিনটি গাড়ি নিয়ে দিল্লি বিশ্ববিদ্যালয়ের হস্টেলে প্রবেশ। পড়ুয়াদের সঙ্গে বাক্যালাপ। এমনকী ডাইনিং রুমে বসে গল্প করতে করতে মধ্যাহ্নভোজ। একইসঙ্গে পড়ুয়ারা কোনও সমস্যায় রয়েছেন কি না, তার তত্ত্বতালাশ করা। জেড ক্যাটিগরির নিরাপত্তাপ্রাপ্ত কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ওই কর্মসূচি ঘিরে কড়া মনোভাব নিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এব্যাপারে কর্তৃপক্ষের তরফে রাহুলকে সতর্ক করা হয়েছে। দু’পাতার ওই বার্তায় সোনিয়া-পুত্রকে বলা হয়েছে, বিনা অনুমতিতে হস্টেলে ঢুকে পড়া এবং বিশ্ববিদ্যালয়ের নিয়মবিরুদ্ধ কাজ থেকে ভবিষ্যতে যেন তিনি বিরত থাকেন। রাহুল গান্ধীর ওই কর্মসূচিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হস্টেলের প্রধান কে পি সিং ‘অবাঞ্ছিত প্রবেশ’ বলে ব্যাখ্যা করেছেন। তিনি জানান, ওই দিনের ঘটনায় হস্টেলের নিয়মাবলী লঙ্ঘিত হয়েছে। নিয়মমতো, হস্টেলের মধ্যে আবাসিকদের সঙ্গে আলোচনা বা শিক্ষা সংক্রান্ত বিষয় ছাড়া সমবেত হওয়ার কোনও নিয়ম নেই। কিন্তু রাহুল গান্ধীর ওই মধ্যাহ্নভোজে যোগ দিতে বহু পড়ুয়ারাই হস্টেলের খাবার ঘরে এসে হাজির হন। সেকারণেই এই ধরনের ঘটনা ভবিষ্যতে যাতে না ঘটে, তা নিশ্চিত করতে স্বাভাবিকভাবেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ব্যবস্থা নিচ্ছে। 

    Previous articleজমি দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার ইমরান খান
    Next articleমাদ্রাসারফল প্রকাশ ২০ মে

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here