নিজস্ব সংবাদদাতা, দার্জিলিং, ৪ জুলাই: আচমকা দার্জিলিং সফরে মোদী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। তাঁর এই সফর ঘিরে শুরু হয়েছে জল্পনা। সদ্য শেষ হয়েছে পাহাড়ের জিটিএ নির্বাচন। সেজন্য এই সময় দোভালের সফর রাজনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছে পাহাড়বাসী। অবশ্য দোভালের পরিবার সঙ্গে থাকায় তাঁর এই সফর ব্যক্তিগত বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। উল্লেখ্য, তাঁর এই সফর নিয়ে কোনও আনুষ্ঠানিক সূচনা ছিল না। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান বিধায়ক নীরজ জিম্বা। সেখান থেকে তিনি সোজা চলে যান কার্শিয়াংয়ের মকাই বাড়িতে।