Home National স্বাস্থ্য পরিষেবার উন্নতির জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে যোগী সরকার

স্বাস্থ্য পরিষেবার উন্নতির জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে যোগী সরকার

162
0

বারাণসী: স্বাস্থ্য পরিষেবার উন্নতির জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে উত্তরপ্রদেশের যোগী সরকার। রাজ্যের সব মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলির এবার থেকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলির সঙ্গে সরাসরি যোগ থাকবে। লখনউয়ের সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস ও কিং জর্জ’স মেডিক্যাল ইউনিভার্সিটির রাজ্যের ৪ হাজার ৬০০টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সঙ্গে সংযোগ থাকবে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই নয়া উদ্যোগের কথা ঘোষণা করেছেন। তিনি বলেন, আমাদের প্রধান উদ্দেশ্য হল সকলকে সুস্বাস্থ্য উপহার দেওয়া। ২২টি রাজ্যের স্বাস্থ্যকর্তা, পাঁচ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এবং ৯০০ জন কমিউনিটি হেলথ অফিসারের সমাবেশে তিনি একথা বলেন। তিনি বলেন, আমাদের লক্ষ্য প্রান্তিক অঞ্চলে বসবাসকারী মানুষজনের ন্যূনতম স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করাই । রাজ্যে উন্নত চিকিৎসা পরিষেবা সকলের জন্য সুনিশ্চিত করা হবে। পাশাপাশি, শীঘ্রই টেলি-কনসালটেন্সি এবং টেলি মেডিসিনের সুবিধা চালু করা হবে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলিতে।

Previous articleঅ্যাসিড হামলা, জখম কিশোরী
Next articleবিশ্ব ইতিহাসে ১৫ ডিসেম্বর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here