Home Literature “স্বাধীনতার খোঁজে”

“স্বাধীনতার খোঁজে”

229
0

অমল কুমার ব্যানার্জী

ফেরি করে স্বাধীনতা, ফেরিওয়ালা ঘরে ঘরে,
সবাই স্বাধীন, কেবা কেনে স্বাধীনতা তোকে?
ফুটপাতে হকারের ডাক, স্বাধীনতা চাই ?
কতো রকমের স্বাধীনতা নিবি আয়।

রাস্তার মাঝে মেয়েছেলে ছেড়ছাড় করে কারা,
এও তো স্বাধীনতা, যা খুশি কর স্বাধীন ভাবে।
সবাই স্বাধীন, স্বাধীনতা তোর কদর কোথায়?
দিন দুপুরে ধর্ষণ খুন, স্বাধীনতার পরিচয় দেয়।

যা খুশি কর, স্বাধীন যে তোরা, স্বাধীনতা শৃঙ্খলিত,
রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা পন্য হয়ে গেছে।
স্বাধীন স্বাধীন খেলা মাঝে জনগণ আজ পরাধীন,
শুধু আস্ফালন, ফাঁকে তুমি আমজনগণ।

সিভিক্স সেন্স কোথায়, স্বাধীনতা কলঙ্কিত করে,
দিব্যি আছে মহা সুখে স্বাধীনতার ঠিকাদার সব।
শহীদের বেদীমুলে রক্ত দিল যারা, অস্তমিত তারা,
লুকোচুরি খেলা, হাটে বাজারে রেস্তরাঁয় ।

জনতার ভিড়ে ফেরিওয়ালা ফেরি করে স্বাধীনতা,
আমরা নপুংসক, প্রতিবাদহীন স্বাধীন সমাজে।

Previous articleবোধ
Next article“ক্ষুদির জন্ম”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here