Home Kolkata স্বরূপনগরে বিজেপির নেতাকর্মীদের বাড়িতে হামলা, আগুন প্রার্থীর বাড়িতেও

স্বরূপনগরে বিজেপির নেতাকর্মীদের বাড়িতে হামলা, আগুন প্রার্থীর বাড়িতেও

221
0

বিশেষ সংবাদদাতা, স্বরুপনগর: গণনার পর থেকে রাজ্য জুড়ে চলছে হিংসা ও খুনোখুনি। বাদ যায়নি উত্তর 24 পরগনার স্বরুপনগর বিধানসভা এলাকাও। এখানে একের পর এক বাড়িতে হামলার ঘটনা ঘটে চলেছে রাতের অন্ধকারে। এরকমই একটি পরিস্থিতিতে এবার দুষ্কৃতীরা গতকাল রাতে আগুন দিল স্বরূপনগরের বিজেপি প্রার্থী বৃন্দাবন সরকারের বাড়িতে।

জানা গিয়েছে, বিজেপি নেতা বৃন্দাবন সরকার গতকাল রাতে তিনি বাড়িতে ছিলেন না। আর সেই সুযোগেই তার বাড়ির মালঘরে আগুন লাগিয়ে দেয় অজ্ঞাত দুষ্কৃতীরা। আজ সকালে ঘটনার খবর পেয়ে বাড়ি আসেন বৃন্দাবন সরকার। বিষয়টা নিয়ে তিনি স্বরূপনগর থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেন। ফল ঘোষণার পরদিন থেকে স্বরূপনগরে একের পর এক বিজেপির নেতাকর্মীদের বাড়িতে তৃণমূলের গুন্ডা বাহিনীর হামলার অভিযোগে যথেষ্ট বিতর্ক শুরু হয়েছে। তার উপর এই ঘটনা নিয়ে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে।

Previous article92 টা আসনে হাজারেরও কম ভোটে তৃণমূলের জয়? গণনায় কারচুপির আশঙ্কা বিজেপির!
Next articleভোট-পরবর্তী হিংসার ঘটনা খতিয়ে দেখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিনিধিদল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here