সিউড়ি: স্পেশাল ওলিম্পিকে অংশ নিতে এবার বীরভূম জেলা থেকে ১১জন তরুণ-তরুণী জার্মানীর বার্লিনে যাচ্ছেন। তাঁরা ফুটবল, ভলিবল ও হ্যান্ডবল খেলায় অংশ নেবেন। বার্লিনের মাটিতে দেশের হয়ে খেলবেন বীরভূমের খেলোয়াড়রা। গতবছর জুলাই মাসে সিউড়ির নগরীর কাঁটাবুনি গ্রামের বাসিন্দা পাপিয়া মুর্মু আমেরিকায় এই খেলায় অংশগ্রহণ করেছিলেন। জানা গিয়েছে, সর্বশিক্ষা মিশনের উদ্যোগে বিশেষ চাহিদাসম্পন্নদের মধ্যে থেকে এই খেলোয়াড়দের উৎসাহিত করা হয়। তারাই আন্তর্জাতিক স্তরে খেলার ক্ষেত্রে সুযোগ করে দেয়।
আগামী ১৪-২৯জুন বার্লিনের মাটিতে স্পেশাল অলিম্পিক হবে। গত এপ্রিল মাস নাগাদ দেশের গুজরাত, দিল্লি সহ বিভিন্ন জায়গায় ক্যাম্পের মাধ্যমে বিভিন্ন রাজ্যের খেলোয়াড়দের বাছাই করা হয়। তাতে মহিলা ও পুরুষদের জন্য আলাদা ১৮জন করে দল তৈরি করা হয়। সেই দলগুলি দেশের হয়ে খেলবে স্পেশাল ওলিম্পিকে।