স্পাইসজেটের উড়ানে একাধিকবার যান্ত্রিক গোলযোগ, শোকজ করল ডিজিসিএ

    211
    0

    কলকাতা: স্পাইসজেটের একাধিক বিমানের যান্ত্রিক গোলযোগ। মঙ্গলবার একই দিনে এই সংস্থার তিনটি বিমানে ঘটল এই ঘটনা। ঘটে যাওয়া সেই তিনটি বিমান হল দিল্লি-দুবাই, কান্ডলা-মুম্বই এবং কলকাতা-চিনের কার্গো বিমান। এদিকে এই ঘটনায় বুধবার স্পাইসজেটকে শো কোজ নোটিস জারি করেছে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশনের (ডিজিসিএ) তরফে। নোটিশে বলা হয়, ‘১ এপ্রিল থেকে আজ পর্যন্ত একাধিক এমন ঘটনা ঘটেছে, যখন স্পাইসজেটের বিমান গন্তব্যের যাওয়ার বদলে ফিরে গিয়েছে বা নিরাপত্তার সঙ্গে আপস করে অবতরণ করেছে। দেখা যাচ্ছে যে অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়টি স্পাইসজেট ভালোভাবে দেখছে না বা রক্ষণাবেক্ষণে খামতি থেকে যাচ্ছে। এদিকে অর্থনৈতিক মূল্যায়ণে দেখা গিয়েছে যে স্পাইসজেট নিজের ভেন্ডরদের বকেয়া টাকা সময়মতো মেটাচ্ছে না। আগামী তিন সপ্তাহের মধ্যে স্পাইসজেট কর্তৃপক্ষকে এই শোকজ নোটিশের জবাব দিতে হবে। তিন সপ্তাহে আশানুরূপ জবাব না পেলে ডিজিসিএ পদক্ষেপ করবে।’
    জানা গিয়েছে, গত ১৮ দিনে ৯ বার ঘটেছে এই ঘটনা। যদিও এই বিমান সংস্থার কর্নধার এই বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ। তাঁরা এই ঘটনাকে খুবই সামান্য ঘটনা বলে উল্লেখ করেন। স্পাইসজেটের ম্যানেজিং ডিরেক্টর অজয় সিং বলেন, বিমান পরিবহনের ক্ষেত্রে এরকম হামেশাই হয়ে থাকে। এতে উড়ান ব্যবস্থার নিরাপত্তায় কোনো প্রভাব পড়েনা। তিনি আরও বলেন, ‘১৫ বছর ধরে সুরক্ষিতভাবে উড়ান সংস্থা চালাচ্ছে স্পাইসজেট। যে ধরণের ঘটনা নিয়ে কথা হচ্ছে, তা ছোট্ট ঘটনা এবং (সব) উড়ান সংস্থার ক্ষেত্রেই দৈনন্দিন ভিত্তিতে সেটা হয়।’ দিনে এরকম কমপক্ষে ৩০ টি ঘটনা ঘটে থাকে। ‘কিন্তু স্পাইসজেটের একটি বা দুটি ঘটনা নিয়ে সংবাদমাধ্যমে হইচই হচ্ছে। সেটার মানেও এই নয় যে, কোনও উড়ান সংস্থা অসুরক্ষিত।’

    Previous articleকেন্দ্রের নয়া নির্দেশিকা, ৬ মাস বাদেই বুস্টার ডোজ
    Next articleমোদির দাক্ষিণাত্য জয়, রাজ্য সভায় পিটি উষা সহ ৪ দক্ষিণ ভারতীয়

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here