কলকাতা: আগামী ১৮ জুলাই মেধার ভিত্তিতে অনলাইনে ভর্তির প্রক্রিয়া শুরু হবে । প্রথম সেমেস্টারের ক্লাস শুরু হবে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে। রাজ্য সরকারের উচ্চশিক্ষা দফতরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে শনিবার একথা বলা হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্নাতক স্তরের ভর্তির আবেদন শুরু হবে ১৮ জুলাই। শেষ হবে ৫ অগস্ট। ১৬ আগস্টের মধ্যে মেধাতালিকা প্রকাশ করা হবে।
তবে পড়ুয়াদের কলেজে বা বিশ্ববিদ্যালয়ে যেতে হবে না ভর্তির প্রক্রিয়ার সময়। অনলাইনে ভর্তির প্রক্রিয়ার সময় তথ্য স্ক্যান বা আপলোড করতে হবে সেজন্য কোনও টাকা নেওয়া যাবে না আবেদনকারীদের থেকে। কোনও অর্থ নেওয়া যাবে না কলেজ বা বিশ্ববিদ্যালয়ের আবেদনপত্র বা প্রসপেক্টাসের জন্য । যোগ্য প্রার্থীদের জানাতে হবে ইমেল বা টেলিকমিউনিকেশনের মাধ্যমে ।ফি দিতে হবে অনলাইনে বা নির্দিষ্ট ব্যাঙ্কে। তার জন্য কলেজে যাওয়ার দরকার নেই। ব্যাঙ্কে টাকা জমা দিতে হবে মেধাতালিকার ভিত্তিতে। সেজন্য সংশ্লিষ্ট ব্যাংকে মেধা তালিকা পাঠাতে হবে। যাবতীয় নথি অনলাইনে আবেদনের জন্য আপলোড করতে হবে। জানা গিয়েছে, নথি যাচাই করা হবে কলেজে ভর্তির পরও। প্রয়োজনে ওই পড়ুয়ার ভর্তি প্রক্রিয়া বাতিল করে দেওয়া হবে যদি অনলাইনের ফর্মের সঙ্গে নথির মিল না থাকে।