কলকাতা, ১৪ নভেম্বর: দীর্ঘদিন ধরে নানারকম সরকারি বঞ্চনা নিয়ে সরব হয়েছেন স্টেট এডেড কলেজ শিক্ষকরা। সেই বঞ্চনা নিরসনের দাবি জানিয়ে আসছেন বিভিন্ন সময়ে, বিভিন্নভাবে। তাঁদের দাবি, ৬৫ বছরের কাজের নিরাপত্তা, পে-স্কেল চালু, PF প্রভৃতি বিষয়। কিন্তু, সরকার তাঁদের এই ন্যায্য দাবিগুলি নিয়ে একেবারেই কর্ণপাত করছে না। অবশেষে সেই দাবি পূরণের কিছুটা ইঙ্গিত মিলল।
রবিবার শেওড়াফুলিতে তাঁদের দাবি পূরণে আশ্বাস দিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না। সেসময় তাঁর সঙ্গে ছিলেন বিধায়ক ও হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম গুঁইন। মন্ত্রী বলেন, আমি এব্যাপারে রাজ্যের শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করব।
উল্লেখ্য, রবিবার শেওড়াফুলি সত্যজিৎ রায় সভাগৃহে অনুষ্ঠিত হল স্টেট এডেড কলেজ শিক্ষকদের রাজ্যস্তরের আলোচনা সভা। বিভিন্ন জেলা থেকে এই সভায় অংশগ্রহণ করেন শতাধিক শিক্ষক-শিক্ষিকা। একে একে বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধিরা। WBSACTA-র রাজ্য সভাপতি অরুণ কুমার পাল সংগঠনের তরফে দাবি পেশ করেন।
রাজ্য কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না ও স্থানীয় বিধায়ক ও তৃণমূলের হুগলি জেলা সভাপতি অরিন্দম গুঁইন সংগঠনকে রাজ্যের প্রত্যন্ত অঞ্চলের কলেজে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের নেতৃত্ব পিয়ালী চক্রবর্তী, গার্গী গঙ্গোপাধ্যায়, মহাদেব দে, মিতা চ্যাটার্জী, মণীষা দাস, অপূর্ব জ্যোতি রায় ও বিশ্বনাথ সাহা।