নিজস্ব সংবাদদাতা, বারাসত: একদিকে যোগ্য ব্যক্তিরা চাকরি না পেয়ে শিক্ষক দিবসকে ‘যন্ত্রণা দিবস’ হিসেবে পালন করছেন। অন্যদিকে, কলেজের স্টেট্ এডেড শিক্ষকরা বছরের পর বছর বৈষম্যের শিকার হচ্ছেন। এই দুর্মূল্যের বাজারে সমান কাজ করেও তাঁরা পাচ্ছেন না উপযুক্ত বেতন। সেজন্য ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসে বারাসতে স্টেট্ এডেড শিক্ষকরা প্রতিবাদ জানালেন। তাঁদের দাবি, বর্তমানে বিভিন্ন কলেজে মাস মাইনার যে ভিন্নতা আছে তা সংশোধিত হোক। অবিলম্বে পে স্কেল চালু করতে হবে। ৬৫ বছর পর্যন্ত চাকরির মেয়াদ নিশ্চিত করতে হবে। সকলকে পেনশন ব্যবস্থার আওতায় আনতে হবে। ডব্লিউবিএইচএস -এর অন্তর্ভুক্ত করতে হবে।
রাজ্যের বঞ্চিত স্টেট এডেড কলেজ টিচাররা গণতন্ত্রের অন্যতম স্তম্ভ সংবাদ মাধ্যমের সাহায্যে রাজ্যের মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন।সত্ত্বর দাবি পূরণ না হলে তাঁরা অন্য কিছু ভাববেন বলে জানিয়েছেন।