ক্রমশ বাড়ছে সোনা রূপার বাজারদর। ১৪ নভেম্বর ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেণ্টস ও জুয়েলার্স এসোসিয়েশন ঘোষিত সোনা-রূপার বাজার দর।
১০ গ্রাম পাকা সোনা (২৪ ক্যারেট) = ৫৩ হাজার ১৫০ টাকা
১০ গ্রাম গহনা সোনা (২২ ক্যারেট) = ৫০ হাজার ৪৫০ টাকা
১০ গ্রাম হলমার্ক গহনা (২২ ক্যারেট) = ৫১ হাজার ২০০ টাকা
রূপার বাট প্রতি কেজি = ৬২ হাজার ১৫০ টাকা
খুচরো রূপা প্রতি কেজি = ৬২ হাজার ২৫০ টাকা
(বিশেষ দ্রষ্টব্যঃ এর সঙ্গে ৩% মূল্যযুক্ত জিএসটি আলাদা।)