নিজস্ব সংবাদদাতা, কলকাতা: শনিবার ৬ষ্ঠীর দিন কিছুটা কমল সোনা ও রূপার দর। এদিন ১ অক্টোবর বাজার বন্ধকালীন সোনা রূপার দর ছিল নিম্নরূপ। তবে দুর্গা পূজা উপলক্ষে রবিবার ছাড়াও পরবর্তী তিনদিন অর্থাৎ অষ্টমী, নবমী ও বিজয়া দশমী উপলক্ষে বাজার বন্ধ থাকবে। সেজন্য আগামী সোম, মঙ্গল ও বুধবার সোনারূপার কোনও দর প্রকাশিত হবে না। এই ক’দিন বাজারে সোনারূপা কেনা বেচার ক্ষেত্রে শনিবার বাজার বন্ধকালীন প্রকাশিত নিম্নলিখিত দামই প্রযোজ্য হবে।
১০ গ্রাম পাকা সোনা (২৪ ক্যারেট) = ৫০ হাজার ৮৫০ টাকা
১০ গ্রাম গহনা সোনা (২২ ক্যারেট) = ৪৮ হাজার ২৫০ টাকা
১০ গ্রাম হলমার্ক গহনা (২২ ক্যারেট) = ৪৯ হাজার টাকা
রূপার বাট প্রতি কেজি = ৫৬ হাজার ৭০০ টাকা
খুচরো রূপা প্রতি কেজি = ৫৬ হাজার ৮০০ টাকা
(বিশেষ দ্রষ্টব্যঃ উপরোক্ত মূল্যের সঙ্গে ৩ শতাংশ জিএসটি আলাদাভাবে যুক্ত হবে।)