সোনার দাম কিছুটা কমল, দুর্গা পূজায় ৩ দিন বাজার বন্ধ

    193
    0

    নিজস্ব সংবাদদাতা, কলকাতা: শনিবার ৬ষ্ঠীর দিন কিছুটা কমল সোনা ও রূপার দর। এদিন ১ অক্টোবর বাজার বন্ধকালীন সোনা রূপার দর ছিল নিম্নরূপ। তবে দুর্গা পূজা উপলক্ষে রবিবার ছাড়াও পরবর্তী তিনদিন অর্থাৎ অষ্টমী, নবমী ও বিজয়া দশমী উপলক্ষে বাজার বন্ধ থাকবে। সেজন্য আগামী সোম, মঙ্গল ও বুধবার সোনারূপার কোনও দর প্রকাশিত হবে না। এই ক’দিন বাজারে সোনারূপা কেনা বেচার ক্ষেত্রে শনিবার বাজার বন্ধকালীন প্রকাশিত নিম্নলিখিত দামই প্রযোজ্য হবে।
    ১০ গ্রাম পাকা সোনা (২৪ ক্যারেট) = ৫০ হাজার ৮৫০ টাকা
    ১০ গ্রাম গহনা সোনা (২২ ক্যারেট) = ৪৮ হাজার ২৫০ টাকা
    ১০ গ্রাম হলমার্ক গহনা (২২ ক্যারেট) = ৪৯ হাজার টাকা
    রূপার বাট প্রতি কেজি = ৫৬ হাজার ৭০০ টাকা
    খুচরো রূপা প্রতি কেজি = ৫৬ হাজার ৮০০ টাকা
    (বিশেষ দ্রষ্টব্যঃ উপরোক্ত মূল্যের সঙ্গে ৩ শতাংশ জিএসটি আলাদাভাবে যুক্ত হবে।)

    Previous article৫জি চালু করলেন মোদী, প্রথম ধাপে কলকাতা সহ ১৩টি শহরে মিলবে পরিষেবা
    Next articleহাওড়া জেলার অমরাগড়ী গ্ৰামের রায় পরিবারের পুজো তিন শত বছরের প্রাচীন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here