Home District সোয়া কোটি টাকার বাঘের ছাল, নখ-দাঁত উদ্ধার

সোয়া কোটি টাকার বাঘের ছাল, নখ-দাঁত উদ্ধার

82
0

কলকাতা: নদীয়ায় ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকা থেকে বাঘছাল, দাঁত ও নখ বাজেয়াপ্ত করল শুল্কদপ্তর। যদিও চোরা কারবারিকে ধরা যায়নি। সোমবারের এই তল্লাশি অভিযানে মিলেছে হরিণের শিংও। সব মিলিয়ে কালোবাজারে এর দাম প্রায় সওয়া এক কোটি টাকা। অভিযুক্তের খোঁজে নদীয়ার বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু হয়েছে। শুল্কদপ্তরের অফিসারদের কাছে খবর ছিল, নদীয়ায় বাঘছাল কেনাবেচার কারবার চলছে। বাংলাদেশ থেকে এগুলি আনা হয়েছে। এর পিছনে রয়েছে আন্তর্জাতিক চোরাচালান চক্র।

Previous articleবিশ্ব ইতিহাসে ২৮ মার্চ
Next articleঅনলাইন শপিং-এ পুরুষ ও মহিলাদের নিয়ে আইআইএমের সমীক্ষা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here