মুম্বই: শেয়ার সূচকের পতনেও ফের চমক দেখাল গৌতম আদানির তিনটি সংস্থা। চলতি সপ্তাহে শেয়ারবাজারে লেনদেনের লাভের অঙ্কে শীর্ষে চলে এল এই তিন সংস্থা। সাপ্তাহিক হিসেবে আদানি ট্রান্সমিশন, আদানি টোটাল গ্যাস ও আদানি গ্রিন এনার্জির শেয়ার দর ১০ থেকে ২৬ শতাংশ পর্যন্ত লাভের মুখ দেখেছে। যেখানে সামগ্রিকভাবে শেয়ার বাজারের সূচক নিম্নমুখী ছিল, সেখানে আদানিদের এই তিন কোম্পানির উত্থান দেখা গিয়েছে।
বম্বে স্টক এক্সচেঞ্চের সূচকএক সপ্তাহে নেমেছে প্রায় ১ শতাংশ। গত শুক্রবার সপ্তাহের শেষদিনে বাজার বন্ধের সময় সেনসেক্স ও নিফটি৫০ তে ০.৭ শতাংশ পতন দেখা গিয়েছিল। সেনসেক্স ৫৭ হাজার ৫২৭ এবং নিফটি ১৬ হাজার ৯৪৫ পয়েন্টে লেনদেন শেষ করে। গত সাত মাসের মধ্যে সূচকের এটাই ছিল সবচেয়ে বেশি পতন।