নিজস্ব সংবাদদাতা, বীরভূম: নতুন করে সেজে উঠেছে বক্রেশ্বর শিব মন্দির। বীরভূম জেলার ঐতিহ্যবাহী এই মন্দিরে শুরু হয়েছে পুজো প্রস্তুতি। গত ২ বছরের করোনা আবহ কাটিয়ে ওঠার পর সেখানে এবারও শিবের মাথায় জল ঢালতে পারবেন ভক্তরা। সেজন্য সুন্দর করে সাজানো হয়েছে মন্দির প্রাঙ্গণ। নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসনেরও যথাযথ ব্যবস্থা রাখা হয়েছে বলে জানা গিয়েছে। সমস্ত নিয়মাবলী মেনে এবার থেকে বাবার মাথায় জল ঢালতে পারবেন ভক্তরা। মন্দির কমিটির সদস্যরা আশাবাদী, গত দুবছর পর এবার ভক্তদের যথেষ্ট সমাগম লক্ষ্য করা যাবে।