Home Literature সেই বাঙালি !

সেই বাঙালি !

212
0

মৃন্ময় ভট্টাচার্য

এই বাংলায় বিবেক ছিল
সুভাষ ছিল মুখে,
রবির ছটায় আলোকোজ্বল
রামকৃষ্ণ বুকে।

নেতা ছিলেন দিশারী সব
সর্বত‍্যাগী বীর,
দেশের স্বার্থে জীবন দিতেন
কঠিন লক্ষ‍্যে স্থির।

শুধুই শাসক হলো বদল
বললো স্বাধীনতা,
বীরের ত‍্যাগ অস্বীকারে
ক্লীবের প্রবণতা ।

বিবেক যেদিন বিকিয়ে গেল
ব‍্যক্তিস্বার্থ বিষে,
মণীষা মরে সেই বাঙালি
দাড়িয়ে সবার শেষে।

Previous articleপথে পথে জঙ্গলে – হাতিবাড়ি
Next article22 সেপ্টেম্বর মোদির আমেরিকা সফরে একাধিক উচ্চ পর্যায়ের বৈঠক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here