Home National সুড়ঙ্গ দিয়ে যাতায়াত করবেন মোদি

সুড়ঙ্গ দিয়ে যাতায়াত করবেন মোদি

107
0

নয়াদিল্লি: আগামী বছর থেকে নরেন্দ্র মোদি দিল্লির রাস্তায় যাতায়াত করবেন সুড়ঙ্গ দিয়ে। সেই কাজ শুরু হয়েছে। এর উদ্দেশ্য দু’টি। প্রথমত, প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্ছিদ্র করা। দ্বিতীয়ত, প্রধানমন্ত্রীর যাতায়াতের সময় মধ্য দিল্লির যানজট এড়ানো। কারণ, কনভয়ের জন্য সব রাস্তার গাড়ি চলাচল বন্ধ হয়ে যায় প্রধানমন্ত্রীর রুটে। তাই মোদির জন্য তৈরি হতে চলেছে নয়া বাসভবন। ব্যয় হবে অন্তত ৫০০ কোটি টাকা। আবার একইসঙ্গে সেই বাসস্থানের সঙ্গে প্রধানমন্ত্রীর যাতায়াতের জন্য নির্মিত হবে একটি সুড়ঙ্গ। বাসস্থান থেকে পার্লামেন্ট। প্রধানমন্ত্রীর দপ্তর (পিএমও)। ক্যাবিনেট সচিবালয়। এগজিকিউটিভ এনক্লেভের বিভিন্ন কনফারেন্স হল অথবা অডিটরিয়াম। সর্বত্রই প্রধানমন্ত্রী যাবেন সেই সুড়ঙ্গপথে। একটি বিশেষ টানেল হবে সফদরজং এয়ারফোর্স রানওয়ে পর্যন্তও। দিল্লির রাস্তায় একমাত্র দীনদয়াল উপাধ্যায় মার্গ অথবা রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিস্থলে গেলেই কিছুটা সড়ক ব্যবহার করবেন নরেন্দ্র মোদি অথবা ভবিষ্যতের প্রধানমন্ত্রীরা। কিন্তু প্রাত্যহিক যাতায়াতের ক্ষেত্রে সড়ক থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে মোদির রুট। 

Previous articleআল-কায়েদার শীর্ষ নেতা সইফ আল-কাদেরের মাথার দাম ১ কোটি ডলার
Next articleবিশ্ব ইতিহাসে ১৭ ফেব্রুয়ারি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here