সুর বদল সমীরের, ফেসবুকে দিলেন প্রতিক্রিয়া

    193
    0

    নিজস্ব সংবাদদাতা, কলকাতা: নিজের মনের কথা ফেসবুকে তুলে ধরে প্রতিক্রিয়া জানিয়েছিলেন তৃণমূল বিধায়ক সমীর পাঁজা। সম্প্রতি তিনি লিখেছিলেন, দলের পুরনো কর্মী হিসেবে ৩৮ বছর ধরে তিনি মমতা ব্যানার্জির পথকে পাথেয় করে তাঁরই সঙ্গে ছিলেন। কিন্তু এখন দলে তিনি বেমানান। তাই বিদায় চাইছি। এরপর একদিনেই নিজের ভোল বদল করেন এই বিধায়ক। তিনি পুনরায় ফেসবুকে বলেন, কিছু মিডিয়া তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা করেছে। তিনি তৃণমূলে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। আজীবন দলনেত্রীর আদর্শকেই পাথেয় করবেন।

    Previous articleশিলিগুড়িতে বিজেপি নেত্রীকে খুনের হুমকি
    Next articleছুটি বাতিল স্বাস্থ্য কর্মীদের, পুজোয় যেতে হবে হাসপাতালে

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here