নয়া দিল্লি: সোমবার ‘দুয়ারে রেশন’ প্রকল্পের পরিষেবা চালিয়ে যাওয়ার অনুমতি দিল দেশের শীর্ষ আদালত। অর্থাৎ যেমন চলছিল, তেমনই চলবে এই প্রকল্প। সুপ্রিম কোর্টের এই রায় রাজ্য সরকারের বড় স্বস্তি নিঃসন্দেহে।
নবান্ন সূত্রে খবর, সুপ্রিম কোর্টের এই স্থগিতাদেশের পরই জেলাশাসকদের কাছে ‘দুয়ারে রেশন’ চালিয়ে যাওয়ার নির্দেশ পাঠানো হয়েছে।