Home Kolkata সুটিয়া গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে প্রকাশ্যে দুর্নীতির অভিযোগ

সুটিয়া গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে প্রকাশ্যে দুর্নীতির অভিযোগ

207
0
সুটিয়া গ্রাম পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, বনগাঁ, ১৯ জুন ২০২২ঃ গাইঘাটায় আবারও প্রকাশ্যে দুর্নীতির অভিযোগ তৃণমূল পরিচালিত সুটিয়াগ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। সম্প্রতি সামনে আসা মহিলা সমৃদ্ধি যোজনার ঋণের ব্যাপারে পঞ্চায়েতের বিরোধী দলনেতা বাবলু দাস অভিযোগ করেন, এই ঋণ শুধুমাত্র তপশিলি জাতির মহিলাদের জন্য হলেও বিগত ৪-৫ বছর ধরে ঋণেরর টাকা জেনারেল সম্প্রদায়ের মহিলাদের একাউন্টে ঢুকছে। এবিষয়ে তিনি সুটিয়া ও পাঁচপোতা এলাকার ১০-১৫ জনের একটি নামের তালিকা গাইঘাটার বিডিও-কে দিয়েছেন। যাঁরা জন্ম সূত্রে কাপালী, কায়স্থ, কর্মকার প্রভৃতি। এছাড়া যাঁরা চাকুরীজীবি পরিবারের সদস্য, পঞ্চায়েত প্রধান, উপপ্রধান ও একজন পঞ্চায়েত সমিতির সদস্য বিকাশ বিশ্বাসের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করেছেন।
তিনি আরও অভিযোগ করেন, এঁরা তিন জন কারও নিকট থেকে ৫০০ কারও থেকে ১০০০ টাকার বিনিময়ে এই ঋণের টাকা পাইয়ে দিয়েছেন। এব্যাপারে পঞ্চায়েত প্রধান মিহির বিশ্বাসের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
প্রসঙ্গত উল্লেখ্য, পঞ্চায়েতের বিরোধী দলের একজন সদস্য অনুপ বিশ্বাস বলেন, শুধুমাত্র এই বিষয় নয় ১০০ দিনের কাজ, গ্রামীণ রাস্তা তৈরি প্রভৃতি বিষয়ে পঞ্চায়েতের দুর্নীতি লাগাম ছাড়া। এ ব্যাপারে সঠিক তদন্ত হওয়া উচিত।
এরই প্রতিবাদে গতকাল পাঁচপোতা বাজারে একটি প্রতিবাদ সভার আয়োজন করতে চাইলেও প্রশাসন তার অনুমতি দেয়নি। ফলে ক্ষুব্ধ হয়ে বিরোধী নেতৃত্বরা বলেন, ভবিষ্যতে এর সুরাহা না হলে আরও বড় ধরনের আন্দোলন হবে।

Previous articleঅগ্নিপথ নিয়ে দেশজুড়ে বিক্ষোভ থামাতে বিজ্ঞপ্তি জারি করল স্বরাষ্ট্রমন্ত্রক
Next articleঅগ্নিপথ নিয়ে ভুয়ো খবর ছড়াতেই ৩৫টি হোয়াটসঅ্যাপ গ্রুপকে নিষিদ্ধ করল কেন্দ্র

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here