সিভিক দিয়ে ভোট? রিপোর্ট তলব বিচারপতির

    82
    0

    কলকাতা: এর আগে গণনা কেন্দ্রের বাইরে ব্যালট উদ্ধার থেকে শুরু করে ছাপ্পা রিগিংয়ের অভিযোগে একাধিক মামলা দায়ের হয়েছে হাইকোর্টে। এবার মামলা দায়ের হল ভোট কেন্দ্রে সিভিক ভলান্টিয়ার মোতায়েন রেখে ভোট করানোর অভিযোগে। এই ঘটনায় মুর্শিদাবাদের পুলিস সুপার, ভরতপুর-১ ব্লকের বিডিও এবং রাজ্য নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট তলব করেছেন বিচারপতি অমৃতা সিনহা। শুক্রবার মামলার শুনানিতে মামলারকারীর আইনজীবী ফিরদৌস শামিম অভিযোগ করেন, ভরতপুর-১ ব্লকের তালগ্রাম পঞ্চায়েত এলাকায় তালগ্রাম হামিস্মৃতি বিদ্যাপীঠ ও প্রাইমারি স্কুলের মোট পাঁচটি বুথে ব্যাপক ছাপ্পা হয়েছে। ভোট কেন্দ্রের বাইরে প্রিসাইডিং অফিসারের সইযুক্ত ব্যবহৃত ব্যালট উদ্ধার হয়েছে। এমনকী, ওই বুথ পাহারা দিচ্ছিলেন সিভিক ভলান্টিয়াররা। এই অভিযোগের প্রেক্ষিতে সেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কেন ছিলেন না, তা জানতে চান বিচারপতি। এরপরই অভিযোগের প্রেক্ষিতে মুর্শিদাবাদের পুলিস সুপার, রাজ্য নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট বিডিওর কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেন বিচারপতি। ১১ তারিখের মধ্যে তাঁদের রিপোর্ট জমা দিতে হবে।

    Previous articleপাণ্ডুয়ায় শাশুড়ি সিপিএমের আর বউমা বিজেপির 
    Next articleরাজ্যে আরও একমাস কেন্দ্রীয় বাহিনী রাখার আর্জি

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here