কলকাতা: জুনিয়র এগ্রিকালচার সার্ভিসে পদোন্নতির জন্য বিভাগীয় পরীক্ষায় বাধ্যতামূলকভাবে পাশ করার ব্যবস্থা তুলে দেওয়া হল। ১৯৮১ সালে কৃষিদপ্তরে এই ক্যাডারটি তৈরি হওয়ার পর থেকে পদোন্নতির জন্য পরীক্ষা দেওয়ার ব্যবস্থাটি চালু করা হয়। শুধুমাত্র বয়স ৫২ বছর পেরলে কোনও কর্মী পরীক্ষা না দিয়েই পদোন্নতি সুযোগ পেতেন। পরীক্ষার মাধ্যমে পদোন্নতির বিষয়টি নিয়ে কর্মীদের মধ্যে ক্ষোভ ছিল। এনিয়ে মামলাও হয়। আদালতেও ইতিবাচক রায় পেয়েছিলেন কর্মীরা। লোকসভা ভোটের দিন ঘোষণার আগেই কৃষিদপ্তর বিজ্ঞপ্তি জারি করে পরীক্ষার ব্যবস্থা তুলে দিয়েছে। রাজ্য সরকারি কর্মচারী ফেডাশেনের কেন্দ্রীয় নেতা পার্থ চট্টোপাধ্যায় জানান, পরীক্ষা তুলে দেওয়ার জন্য কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে চিঠি দেওয়া হয়। তারপর সবদিক পর্যালোচনা করে কৃষিদপ্তর যে সিদ্ধান্ত নিয়েছে তাতে অনেক কর্মীর সুবিধা হবে। বিষয়টি গুরুত্বসহকারেই বিবেচনা করেন কৃষিমন্ত্রী।